সিল্কিয়ারায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে বিশেষ দল পাঠালো বাংলা
আজকেই হয়ত মুক্ত হতে পারেন আটকে পড়া শ্রমিকরা। জোরকদমে উদ্ধারকাজ চলছে।
November 28, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘ ১৭ দিন ধরে সিল্কিয়ারায় সুড়ঙ্গে আটকে রয়েছে ৪১ জন শ্রমিক। তাঁদের মধ্যে বাংলার তিন শ্রমিকও আটকে রয়েছেন। তাঁদের ফেরাতে ও উদ্ধারকাজে এবার বাংলা থেকে একটি বিশেষ দল পাঠানো হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এ বিষয়ে জানান। X হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে পড়া বাংলার তিন শ্রমিককে ফিরিয়ে আনতে দিল্লির রেসিডেন্ট কমিশনারের লিয়াজঁ অফিসার রাজদীপ দত্তের নেতৃত্বাধীন একটি টিম সেখানে যাচ্ছে। উল্লেখ্য, আজকেই হয়ত মুক্ত হতে পারেন আটকে পড়া শ্রমিকরা। জোরকদমে উদ্ধারকাজ চলছে।