খেলা বিভাগে ফিরে যান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলবেন না বিরাট -রোহিত?

November 29, 2023 | < 1 min read

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলবেন না বিরাট -রোহিত?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে খেলবেন না বিরাট কোহলি? তিনি একেবারে টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন? আগামী বছর কি তাহলে টি-২০ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই? কী করবেন রোহিত শর্মা? হঠাৎ করে জোরালো হচ্ছে এই প্রশ্নগুলোই।

বিশ্বকাপের পর বিশ্রামে যান বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র তারকারা। বর্তমানে অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে সূর্যকুমার যাদব। এই সিরিজ শেষ হলেই আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটেই খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু সীমিত ওভারের সিরিজে কি আদৌ খেলবেন কোহলি এবং রোহিত?

গুঞ্জন উঠেছে,প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজে হয়তো থাকছেন না রোহিত শর্মাও। তবে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেওয়ার কথা তাঁরই। কিন্তু চোট পাওয়া হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে ফের কে টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব পান, সেদিকেও থাকবে নজর।

আগামী ১০ ডিসেম্বরের আগে প্রধান নির্বাচক অজিত আগরকর তিন ফরম্যাটের জন্য কী দল বাছাই করেন , এখন সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Virat Kohli, #South Africa, #India, #Rohit Sharma

আরো দেখুন