৪০ শতাংশ বেকারত্ব কমেছে রাজ্যে: মমতা
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে যুব সম্প্রদায়কে উৎসাহিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই কারণে ইতিমধ্যে সরকার কর্মসাথী প্রকল্প নিয়েছে।

রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। আন্তর্জাতিক যুব দিবসে রাজ্যের যুব সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বুধবার টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে যুব সম্প্রদায়কে উৎসাহিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই কারণে ইতিমধ্যে সরকার কর্মসাথী প্রকল্প নিয়েছে। তার জেরে বহু মানুষ ব্যবসা করে নিজেদের পায়ে দাঁড়িয়েছেন। এই প্রকল্পে মূলত এক লক্ষ বেকার যুবক-যুবতীকে ঋণ দেওয়া হয়। ব্যবসা করে যাতে তাঁরা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, সেই উদ্দেশ্যেই এইভাবে ঋণ নেওয়ার ব্যবস্থা করেছে সরকার। তাদের মূল লক্ষ্য, বেকার সমস্যার দ্রুত সমাধান করা। এ কথা উল্লেখ করেই মুখ্যমন্ত্রী লিখেছেন, “গোটা দেশে যখন বেকারত্ব কমার হার ২৪ শতাংশ। সেখানে বাংলায় তার হার ৪০ শতাংশ। অর্থাৎ বাংলায় বেকারত্ব দ্রুত কমছে। বাংলার যুবক–যুবতীরা নানা সময় দেশকে পথ দেখিয়েছে। সেই কাজ আগামিদিনেও তারা করবে বলে আমার বিশ্বাস।”
শুধু তাই নয়, দেশের যুবশক্তিকেও মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। নতুন প্রজন্মের উপর বিশ্বাস রেখে বলেছেন, “দেশের যুবশক্তিই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তারা প্রতিভাবান, দক্ষ ও কর্মঠ। তাদের স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হবেই।”