← রাজ্য বিভাগে ফিরে যান
ভূমিকম্প! সাত সকালে হঠাৎ কেঁপে উঠল কলকাতা থেকে নদীয়া
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ। আজ, শনিবার সকাল ৯টা ৬মিনিট নাগাদ বাংলাদেশের কুমিল্লা থেকে ৪৮ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের স্থানই এই কম্পনের কেন্দ্রস্থল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে এছাড়াও উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।