দিলীপ ঘোষের সফরের দিনই আলিপুরদুয়ারে ভাঙন বিজেপিতে

তৃণমূল কংগ্রেসের ফালাকাটার ব্লক সভাপতি সন্তোষ বর্মন বলেন, ‘কে কাকে ‘টাইট‘ দেবে তা সময়ই বলবে।

August 13, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান পর্ব

দিলীপ ঘোষের সফরের দিনই বড়সড় ভাঙন বিজেপিতে। কালচিনিতে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য তথা যোগী সেনার আলিপুরদুয়ার জেলা সভাপতি রামবাবু সা সহ ৯০ জন নেতাকর্মী এবং পাঁচশো জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দোপাধ্যায়, আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী, প্রাক্তন সাংসদ তথা বর্তমান জেলা কমিটির চেয়ারম্যান দশরথ তিরকে, প্রকাশ চিক বরাইক, পাশাং লামা প্রমূখ।

উল্লেখ্য, এদিন দলীয় কর্মীদের দিলীপবাবু বলেন, ফালাকাটায় তৃণমূল কংগ্রেসকে ‘টাইট‘ দিতে হবে। কীভাবে এই উপনির্বাচনে লড়াই করে জিততে হবে, সেই মন্ত্রও বুধবার দিলীপবাবু দলীয় নেতাকর্মীদের দিয়েছেন বলে সূত্রের খবর। কিন্তু বাস্তবে ফল উল্টোই হল।

তৃণমূল কংগ্রেসের ফালাকাটার ব্লক সভাপতি সন্তোষ বর্মন বলেন, ‘কে কাকে ‘টাইট‘ দেবে তা সময়ই বলবে। আমরা মানুষের পাশে থেকে লড়াই করব।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen