বিনোদন বিভাগে ফিরে যান

সোশ্যাল মিডিয়ায় নিন্দুকদের প্রকাশ্যে ‘মধ্যমা’ দেখালেন অভিনেত্রী শুভশ্রী

December 3, 2023 | < 1 min read

সোশ্যাল মিডিয়ায় নিন্দুকদের প্রকাশ্যে ‘মধ্যমা’ দেখালেন অভিনেত্রী শুভশ্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারবার অভিনেত্রীর শুভশ্রীর চেহারা, বোটক্স করা নিয়ে ট্রোল করা হয়। ঠোঁট বদলে গিয়েছে, চেহারায় সবটাই প্লাস্টিক, ইত্যাদি সব মন্তব্য করা হয় তাঁকে। সন্তানদের নিয়েও খোঁচা দিয়েছিল নেটিজেনরা। তারা বলেছিল,’দুটি সন্তানের মা সে। আর হয়তো নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ থাকবে না। বরং শুধুই মায়ের চরিত্র পাবেন।’

সোশ্যাল মিডিয়ায় প্রচুর সক্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এমনকি ছেলে ইউভানকে নিয়েও আগে প্রচুর পোষ্ট দিয়েছেন। এখন সদ্য জন্ম দিয়েছেন মেয়ে ইয়ালিনিকে। হাসপাতাল থেকে প্রচুর কিছু পোস্ট করেছেন। শুভশ্রী গাঙ্গুলি ট্রোলারদের ভয়ে চুপ করে বসে থাকার মেয়ে নন। অবশেষে তিনি সপাটে জবাব দিলেন সেইসব হেটার্স ও ট্রোলারদের।

মুখে শব্দ না করে প্রকাশ্যে মধ্যমার ব্যবহার করে হেটার্স ও ট্রোলারদের জবাব দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মৌনি রায় থেকে ফলক রশিদ রায় এবং তাঁর কাছের মানুষরা সাহসের প্রশংসা করেছেন কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে আবারও। একজন নেটিজেন বললেন, ‘ছবি মুক্তির আগে দর্শককে মধ্যমা দেখাবেন তো? তাহলে বুঝব কত দম শুভশ্রীর!’

TwitterFacebookWhatsAppEmailShare

#Social Media, #Instagram, #Subhasree Ganguly

আরো দেখুন