পঞ্চম টি২০ ম্যাচেও হার অস্ট্রেলিয়ার, ৪-১ সিরিজ জয় ভারতের

বেঙ্গালুরুর চিনাস্বামী স্টেডিয়ামে পঞ্চম ও শেষ টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া।

December 3, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ভারতীয় পেসার মুকেশ কুমার

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বেঙ্গালুরুর চিনাস্বামী স্টেডিয়ামে পঞ্চম ও শেষ টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া টসে জিতে ভারত কে ব্যাট করতে পাঠায়।

ব্যাট করতে নেমে দ্রুত ৪টি উইকেট হারিয়ে ফেলে ভারত মাত্র ৫৫ রানে। জিতেন শর্মা করেন ২৪ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন শ্রেয়াস আইয়ার। অক্ষর প্যাটেল করেন ৩১ রান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান করে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন Behrendorff ও Dwarshuis। ১টি করে উইকেট নেন Ellis, Sangha ও Hardie।

ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়াও ৫৫/৩ উইকেট হারায়। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ম্যকডারমট। ২৮ রান করেন ট্রেভিস হেড। অধিনায়ক ওয়েড ২২ রান করে আউট হন। ভারতের হয়ে ৩টি উইকেট নেন মুকেশ কুমার, ২টি উইকেট নেন বিষ্ণই ও অর্শদীপ সিং। একটি উইকেট নেন অক্ষর প্যাটেল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলতে সক্ষম হয় ১৫৩/৮। ভারত এই ম্যাচ যেতে ৭ রানে সঙ্গে সিরিজ জিতল ৪-১ এ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen