খেলা বিভাগে ফিরে যান

কবে, কোথায় বসছে IPL-র মিনি নিলাম?

December 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথমবারের জন্য ভারতের বাইরে বসছে আইপিএলের মিনি নিলামের আসর। আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফে জানিয়ে দেওয়া হল, দুবাইয়ে আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে।

এবার আইপিএলও কী দেশের বাইরে আয়োজিত হবে? উঠছে প্রশ্ন। আগামী বছর ওই সময়ই লোকসভা নির্বাচন চলবে। বিগত দুই লোকসভা ভোটের সময় আইপিএলের আসর বসেছিল দেশের বাইরে। ২০০৯ আইপিএলের আয়োজনের দায়িত্ব পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৪-তে নির্বাচনের কারণে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীতে মিলিয়ে টুর্নামেন্ট হয়েছিল।

এবারের মিনি নিলামে মোট ১১৬৬ জন ক্রিকেটার থাকবেন। মোট ৩০জন বিদেশি তারকাকে কিনতে পারবে দলগুলি। দশ দল মোট ২৬২.৯৫ কোটি টাকা নিয়ে আসরে নামবে। বিশ্বজয়ী অজি দলের ট্রাভিস হেড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্করা নিলামে উঠবেন, তাঁদের দিকে দলগুলোর বাড়তি নজর থাকবে। তিনজনেরই ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। রচীন রবীন্দ্রকে নিয়েও লড়াই হতে পারে ফ্রাঞ্চাইজিগুলির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dubai, #Ipl 2024, #Indian cricket, #IPL 2024 mini auction, #Indian Premier League mini-auction, #BCCI

আরো দেখুন