← রাজ্য বিভাগে ফিরে যান
জমে উঠেছে হস্তশিল্প মেলা, মাত্র ১০ দিনে প্রায় ২০ কোটি টাকার ব্যবসা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইতিমধ্যেই জমে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা। ২৪ নভেম্বর থেকে ইকোপার্কের এক নম্বর গেট চত্বরে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা। আয়োজক ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্রদপ্তর। মেলা চলবে, ১৭ ডিসেম্বর পর্যন্ত।
মাত্র ১০ দিনে বিক্রির অঙ্ক প্রায় ২০ কোটি টাকা। গতবার ৬২ কোটি টাকার সামগ্রী বিক্রি হয়েছিল। এবার সেই অঙ্ক ১০০ কোটি ছাড়াবে বলে আশা দপ্তরের আধিকারিকদের।
শীত এখনও সেভাবে পড়েনি। কিন্তু সন্ধ্যার পর ঠান্ডার আমেজ মিলছে। সেই আমেজ গায়ে মেখে বহু মানুষ আসছেন মেলায়। সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণে পা রাখা দায়। বিকেল থেকেই শুরু হচ্ছে ভিড়। প্রায় সাত হাজার শিল্পী-কারিগর নিজেদের তৈরি সামগ্রী নিয়ে হাজির হয়েছেন এই মেলায়।