কার জন্য বাঙালি প্রধানমন্ত্রী পেল না দেশ? বিস্ফোরক প্রণব-কন্যা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাইসিনা বাঙালি মনিব পেলেও, সাউথব্লকে ঠাঁই হয়নি বাঙালির। মেয়েকে কোন সম্ভাবনার কথা বলেছিলেন ভারতীয় রাজনীতির চাণক্য প্রণব মুখোপাধ্যায়? বাবার জীবনের নানা অজানা বিষয় নিয়ে ‘ইন প্রণব, মাই ফাদার: অ্যা ডটার রিমেম্বার্স’ নামে একটি বই লিখেছেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তাতেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর দাবি।বাজপেয়ির এনডিএকে হারিয়ে ২০০৪ ক্ষমতায় এল ইউপিএ জোট। প্রধানমন্ত্রী পদের জন্য প্রণব মুখোপাধ্যায়ের নামও উঠেছিল। হাইকমান্ডের অনুগত আস্থাভাজন হয়েও জোটেনি কুর্সি। কারণ কী? মেয়েকে প্রণব বলেছিলেন, সোনিয়া তাঁকে প্রধানমন্ত্রী করবেন না।
আগামী ১১ ডিসেম্বর প্রাক্তন রাষ্ট্রপতির জন্মবার্ষিকীতে প্রকাশিত হতে চলেছে ‘ইন প্রণব, মাই ফাদার: অ্যা ডটার রিমেম্বার্স’। বাবা-মেয়ের মধ্যে পারিবারিকস্তরে কথোপকথন উঠে এসেছে বইতে। বইতে শর্মিষ্ঠা জানিয়েছেন, বাবা প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তবে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রধানমন্ত্রীর পদে বসা মনমোহন সিংয়ের বিরুদ্ধে তাঁর কোনও ক্ষোভ ছিল না।
শোনা যায়, ২০০৪ সালে লোকসভা নির্বাচনে ইউপিএ জেতার পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ ছিলেন সোনিয়া। দলের নেতৃত্ব থেকে জোট শরিক সকলেই তাঁকে চাইছিলেন। কিন্তু রাজি হননি সোনিয়া। তারপর প্রণব মুখোপাধ্যায় ও মনমোহন সিংয়ের নাম নিয়ে তুমুল চর্চা শুরু হয়। ভারতীয় রাজনীতির সেই সময় নিয়ে ‘দ্য পিএম ইন্ডিয়া নেভার হ্যাড’ শীর্ষক একটি অধ্যায়ে শর্মিষ্ঠা লিখেছেন, কয়েকদিন তাঁর বাবা খুব ব্যস্ত ছিলেন। তাঁরা দেখা করার সুযোগ পর্যন্ত পাননি। কিন্তু, ফোনে কথা হয়েছিল। প্রধানমন্ত্রী হচ্ছেন কি না, খুব আগ্রহ নিয়ে সেবিষয়ে প্রশ্ন করেছিলেন কন্যা। জবাবে প্রণব বলেছিলেন, না, উনি (সোনিয়া) তাঁকে (প্রণব) প্রধানমন্ত্রী করবেন না। মনমোহন সিং প্রধানমন্ত্রী হচ্ছেন। মেয়েকে প্রণববাবু জানিয়েছিলেন, দ্রুত প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে দেওয়া উচিত সোনিয়ার। অনিশ্চয়তা দেশের জন্য ভাল নয়। প্রকাশিতব্য বইয়ে আরও কী কী স্থান পেয়েছে তা নিয়ে ইতিমধ্যেই ছড়িয়েছে জল্পনা।