বিধানসভায় গড়হাজির শাসক দলের বিধায়করা! কী পদক্ষেপ স্পিকারের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খোদ দলনেত্রীর নির্দেশ উপেক্ষা করছেন শাসক দলের বিধায়করা? নিজের দলের বিধায়কদের হাজির থাকা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় অনুপস্থিত শাসকদলের একাধিক বিধায়ক। তাতেই ক্ষুব্ধ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেশ কয়েকজনকে এ বিষয়ে ভর্ৎসনা করেন তিনি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়কদের অনুপস্থিতি নিয়ে দলের চিফ হুইপকেও ব্যবস্থা নিতে বলেন।
অনুপস্থিতি রুখতে বিধানসভায় বিধায়কদের সই করে ঢোকা ও বেরনোর নিয়ম চালু হয়েছিল। তাতেও উপস্থিতির হার বাড়েনি। সোমবার প্রশ্নোত্তর পর্বে অনুপস্থিত ছিলেন শাসক দলের বেশ কয়েকজন বিধায়ক। বিধায়কদের অনুপস্থিত থাকতে দেখে বেজায় ক্ষুব্ধ হন স্পিকার। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শাসক দলের বিধায়ক। প্রশ্নোত্তর পর্বে না থাকলে কি করে চলবে? অধিবেশন কক্ষে আসছেন না, এতবার বললেও শুনছেন না। গত সপ্তাহেও বেশ কয়েকজন বিধায়ক অনুপস্থিত দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্পিকার।