বাংলার আদিবাসীদের অসম্মান BJP সাংসদের, NRC ইস্যুকে সজীব করার চেষ্টা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার সংসদে দাঁড়িয়ে বাংলার আদিবাসীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করলেন মোদীর দলের সাংসদ নিশিকান্ত দুবে। আদিবাসী জনকল্যাণ নিয়ে কথা বলতে উঠে ওই গেরুয়া সাংসদ বলেন, বাংলার আদিবাসীরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিয়ে করছে। তাঁর আরও অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে প্রশ্রয় দিচ্ছেন। বিজেপি সাংসদের এহেন মন্তব্যে উত্তাল হয়ে ওঠে লোকসভা অধিবেশন। ২০২৪-এর নির্বাচন এগিয়ে আসছে, বিরোধীদের মতে; যেকোনও উপায়ে এনআরসি ইস্যুকে খুঁচিয়ে তুলতে মরিয়া বিজেপি। তা বলে আদিবাসী সম্প্রদায়কে অসম্মান?
লোকসভায় জিরো আওয়ারে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত বলেন, মালদহ, মুর্শিদাবাদের মতো জেলায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ভরে গিয়েছে। বাংলাদেশিরা এসে আদিবাসী মহিলাদের বিয়ে করে জমি কেড়ে নিচ্ছে। এ জন্য গোটা দেশের জনসংখ্যা বাড়লেও আদিবাসীরা বাড়ছেন না। ঝাড়খণ্ড, বাংলা, বিহারের জেলায় জেলায় এই ঘটনা ঘটছে। এনআরসি চালু করে দেশ থেকে বাংলাদেশিদের তাড়াতে হবে।
বিরোধীদের বক্তব্য, নিশিকান্ত কী বলতে চান? অনুপ্রবেশের দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি আদিবাসী সম্প্রদায়কেই চরম অসম্মান করলেন! নিশিকান্তর মন্তব্যের প্রতিবাদে অধিবেশনেই সরব হয়ে ওঠেন বাংলার তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রতিমা মণ্ডলরা। কাকলি ঘোষদস্তিদারের প্রশ্ন, আদিবাসীদের জনকল্যাণের কথা বলতে গিয়ে তাঁদেরই অপমান করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন অনুপ্রবেশ রুখতে। সীমান্ত রক্ষা কার দায়িত্ব?
সম্প্রতি বাংলায় সভা থেকে এনআরসি ইস্যু ফের উস্কে দিয়েছেন শাহ। এনআরসির বিরুদ্ধে বাংলার শাসক দল। সেই কারণেই কি সংখ্যালঘু প্রসঙ্গে বাংলাকে টার্গেট করলেন নিশিকান্ত? আদিবাসীদের নিয়ে এহেন মন্তব্য কি তফসিলি উপজাতিদের অপমান নয়? রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা কথায়, এটাই বিজেপির আসল রূপ। ওরা আদিবাসীদের কী চোখে দেখে, তা ফের একবার প্রকাশ্যে চলে এল।