রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার আলু চাষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মোদী সরকার?

December 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার আলু চাষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মোদী সরকার? বিধানসভায় এমনই ইঙ্গিত দিচ্ছেন বাংলার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যে আলু চাষে প্রচুর পরিমাণে ব্যবহার হয় এমন সার সরবরাহের ক্ষেত্রে বাংলাকে বঞ্চিত করছে মোদী সরকার।

আলু উৎপাদনে দেশের মধ্যে বাংলার স্থান দ্বিতীয়, অন্যদিকে দেশের মধ্যে সবচেয়ে বেশি জমিতে আলুর চাষ হয় এ রাজ্যে। সার সরবরাহে সমস্যা হলে বাংলার আলু উৎপাদন ধাক্কা খাওয়ার আশঙ্কা থাকছে। রাজ্যের কৃষিমন্ত্রীর অভিযোগ, মোদী সরকার বাংলাকে এভাবে ‘ভাতে মারার’ চেষ্টা করছে। নির্দিষ্ট অনুপাতের এনপিকে সার মূলত বাংলা এবং আরও একটি রাজ্য ব্যবহার করে। দেখা যাচ্ছে, ওই সারের সরবরাহ ক্রমেই কমানো হচ্ছে। এবার তা চরমে পৌঁছে গিয়েছে।

বাংলার কৃষিদপ্তর দিল্লির কাছে ৫.৭৮ লক্ষ টন এনপিকে সার চেয়েছে। তবে বাংলাকে কেবল ৭৮ হাজার টন দেওয়া হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে এই সার সাড়ে ৪ লক্ষ টন পেয়েছিল রাজ্য। মোদী সরকার এই সারের উপর ভর্তুকি কমিয়ে দিয়েছে বলে জানাচ্ছেন মন্ত্রী। আগে প্রতি কেজিতে ২২ টাকা ভর্তুকি দেওয়া হত। এখন তা কমিয়ে মাত্র ২ টাকা ৩৮ পয়সায় নামানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Modi Government, #Fertilizers, #potato cultivation

আরো দেখুন