কাটল ঘূর্ণিঝড়ের ফাঁড়া, বঙ্গে নামল পারদ, জাঁকিয়ে শীত কবে?

শুক্রবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন মুর্শিদাবাদ, নদীয়া, দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

December 8, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিম্নচাপ দুর্বল হয়ে পরিণত হয়েছে ঘূর্ণাবর্তে। এখন এর অবস্থান ছত্তিশগড় পেরিয়ে বিদর্ভের পথে। তাই সকালের দিকে ছিঁটে ফোঁটা বৃষ্টি হলে বেলা বাড়ার সঙ্গে তার রেশ কেটে যাবে। অগ্রহায়নের শেষ সপ্তাহে জাঁকিয়ে শীত বাংলায়।

পশ্চিমাঞ্চলের জেলায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নামতে পারে ৷ মিধলি এবং মিগজাউমের জোড়া ঘূর্ণিঝড়ের কাঁটা দূর হ‌ওয়ায় উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়া প্রবেশের পথ অবাধ। তবে ডিসেম্বর-জানুয়ারি মাসে ফেব্রুয়ারি গড় তাপমাত্রা এবার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা।

শুক্রবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন মুর্শিদাবাদ, নদীয়া, দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

মৌসম ভবনের পূর্বাভাস আজ শুক্রবার থেকেই কমবে তাপমাত্রা ৷ ১৯ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ ৷ আজ শুক্রবার সাধারণভাবে কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে।কমবে রাতের তাপমাত্রা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৬৮ শতংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen