টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন মেসি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লিওনেল মেসি প্রথমবারের মত টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। নিজেদের ওয়েবসাইটে মেসির এই খেতাব জয়ের কথা জানিয়েছে টাইম ম্যাগাজিন।
লম্বা সময় পর আর্জেন্টিনাকে জেতান বিশ্বকাপ। জাতীয় দলে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ক্লাবেও রাখেন বড় অবদান।
ইন্টার মায়ামিতে যোগ দিয়ে শুরুটা করেন দারুণ। তাদেরকে জেতান ইতিহাসের প্রথম শিরোপা। তাইতো যুক্তরাষ্ট্রের ‘টাইম’ ম্যাগাজিন ২০২৩ সালের বর্ষসেরা অ্যাথলেট হিসেবে নির্বাচিত হয়েছে লিওনেল মেসি।
গত জুলাইয়ে পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। মায়ামির হয়ে ১৪ ম্যাচে ১১টি গোল করেছেন মেসি। ক্লাবের ইতিহাসে প্রথম লিগ কাপ জিতেছে মেসির মিয়ামি। পুরষ্কার পাওয়ার পর মেসি বলেন, “আমার প্রথম পছন্দ ছিল বার্সেলোনাতেই ফেরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। আমি ফেরার চেষ্টা করেছি। তবে তা কোনও কারণে আর সম্ভব হয়ে ওঠেনি। এটাও সত্যি যে পরে সৌদি লিগে যাওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করেছিলাম। তবে এমএলএসে যাওয়ার সিদ্ধান্ত নিই।”