রাজ্য বিভাগে ফিরে যান

অনলাইন গেমিং, ঘোড়দৌড়, ক্যাসিনোতে সর্বোচ্চ হারে জিএসটি বসাল রাজ্য

December 9, 2023 | < 1 min read

অনলাইন গেমিং, ঘোড়দৌড়, ক্যাসিনোতে সর্বোচ্চ হারে জিএসটি বসাল রাজ্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয় গুরুত্বপূর্ণ জিএসটি সংশোধনী বিল। এই আবহে এখন থেকে রাজ্যে অনলাইন গেমিং, জুয়া, বেটিং, লটারি, ঘোড়দৌড় ও ক্যাসিনোতে বাজি ধরার ওপর জিএসটি ধার্য করা হল। এবার থেকে এই সব ক্ষেত্রে বাজি ধরতে গেলে ২৮ শতাংশ হারে জিএসটি দিতে হবে।

রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, যখন এই পশ্চিমবঙ্গ পণ্য ও পরিষেবা কর (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৩ আইনে পরিণত হবে, তখন অনলাইন গেমিং, ঘোড়দৌড় ও ক্যাসিনো থেকে যে জিএসটি আসবে, তা রাজ্যের রাজস্ব বৃদ্ধি করবে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যারা অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ হারে জিএসটি আরোপ করল।

মন্ত্রী ‍আরও জানান, ‘এই বিল নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। সেকারণেই বিলটি বিধানসভায় পেশ করতে দেরি হল’। শুধু তাই নয়, জিএসটি বাবদ রাজ্যের প্রাপ্য ৪৬৭ কোটি কেন্দ্র আটকে রেখে বলেও অভিযোগ করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Casinos, #Horse race, #Online gaming, #West Bengal, #GST

আরো দেখুন