‘এক্সপেনডিচার সেন্সিটিভ’ বাংলা? ভোটের আগে কেন উঠলো এই অভিযোগ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪ লোকসভা ভোটের আগে বাংলার একাংশকে ‘এক্সপেনডিচার সেন্সিটিভ’ বা ‘আর্থিকভাবে স্পর্শকাতর’ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বাংলার ইতিহাসে এরকম তকমা এই প্রথম। মনে করা হচ্ছে, বিজেপির প্রত্যক্ষ ভূমিকা রয়েছে,এরকম পেছনে। ২০১৯ লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর যত অভিযোগ কমিশনে জমা পড়েছিল। ভাবা হচ্ছে, তারপরেই এই ঘটনা ঘটেছে।
সেন্টার ফর মিডিয়া স্টাডিজের এক রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালের নির্বাচনে প্রায় ৫৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এর প্রায় অর্ধেক অর্থাৎ ২৭ হাজার কোটি টাকা খরচ করে বিজেপি একাই। এরাজ্যেও সেই প্রথম ভোট কিনতে টাকা ছড়ানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে ১ লক্ষ ১৩ হাজার টাকা বাজেয়াপ্ত হয়। হাওড়া ও উত্তরবঙ্গে একাধিক আসনে বিরোধী দলের এজেন্টদের টাকা দিয়ে কিনে নেওয়ার অভিযোগও ওঠে বিজেপির বিরুদ্ধে। সেসব জমা পড়েছিল কমিশনের দপ্তরে।
এর আগে তামিলনাড়ু, গুজরাত ও তেলেঙ্গানার নির্বাচনে এরকম তমা দেওয়া হয়েছিল, এবার পশ্চিমবঙ্গ।