দেশ বিভাগে ফিরে যান

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ করার সিদ্ধান্ত বৈধ: সুপ্রিম কোর্ট

December 11, 2023 | < 1 min read

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ করার সিদ্ধান্ত বৈধ: সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জম্মু ও কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ, ৩৭০ ধারা একটি সাময়িক বন্দোবস্ত ছিল, এই বিষয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত বৈধ, আজ সকালে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট।

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ মামলায় সোমবার সর্বসম্মত রায় দেবার কথা ছিল সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই মামলায় একমত হয়েই রায় দেবে বলে জানিয়েছিল সর্বোচ্চ আদালত।

এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন শেষ করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #JAMMU AND KASHMIR, #Supreme Court of India, #modi govt, #article370

আরো দেখুন