নবান্ন উৎসবে মেতেছে নাদনঘাটের মানুষ
শহর অঞ্চলে এই উৎসব তেমনভাবে পালন না হলেও গ্রামাঞ্চলে এই উৎসবের ঐতিহ্য এখনও কমেনি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বদলেছে সময়, কিন্তু এখনও গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্যবাহী উৎসব নবান্ন। মাঠভরা সোনার ধানের পাশাপাশি বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে নবান্ন উৎসব। নতুন ধান ঘরে তোলার পরে সারা অগ্রহায়ণ মাস জুড়েই বিভিন্ন দিনে বাংলার ঘরে ঘরে এই উৎসব পালন হয়ে থাকে। শহর অঞ্চলে এই উৎসব তেমনভাবে পালন না হলেও গ্রামাঞ্চলে এই উৎসবের ঐতিহ্য এখনও কমেনি।
যেমন সোমবার থেকে নাদনঘাট থানার দোগাছিয়া পঞ্চায়েত এলাকার ভাতুরিয়া গ্রামে নবান্ন উৎসবে মাতলেন এলাকার হাজার হাজার বাসিন্দা। মণ্ডপ, প্রতিমা সহ আলোয় সেজেছে এলাকা। ছোট বড় মিলিয়ে কয়েক লক্ষ টাকা বাজেটে ২০টির বেশি ক্লাব ও বারোয়ারি এবার নবান্ন পুজোয় মেতেছে। পুজো একদিনের হলেও উৎসব চলবে তিনদিন ধরে। হাজার হাজার মানুষ মণ্ডপে ভিড় জমান। পুজো উপলক্ষ্যে গ্রামের ঘরে ঘরে আত্মীয় পরিজনরা আসেন।
দোগাছিয়া অঞ্চল কৃষিপ্রধান এলাকা। কয়েক দশক ধরে এই অঞ্চলের ভাতুরিয়ায় নবান্ন উৎসব সর্বজনীন রূপ নিয়েছে। নবান্ন উৎসবে অন্নপূর্ণা, নটরাজ, সতীর দেহত্যাগ, রাধাকৃষ্ণ সহ নানা দেবীর পুজো হয়। মণ্ডপ, আলোকসজ্জা সকলের মন কাড়ে। নজর কেড়েছে ভাতুরিয়া অমরসঙ্গী ক্লাব সদগোপপাড়া, নেতাজি সঙ্ঘ, দাসপাড়া, ঘোষপাড়া, নটরাজ ক্লাব, অন্নপুর্ণা ক্লাব, সুরপাড়া, চটির মাঠ প্রভৃতি। প্রত্যেকের বাজেট তিন থেকে পাঁচ লক্ষ টাকা।