রাজ্য বিভাগে ফিরে যান

আজ রাজ্যে শীতলতম দিন! আর কত নীচে নামতে চলেছে পারদ?

December 13, 2023 | < 1 min read

আজ রাজ্যে শীতলতম দিন!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ১০ ডিগ্রির নিচে নেমে গেল পশ্চিমের জেলার তাপমাত্রা। কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব বাড়তে চলেছে রাজ্যে। আগামী দু দিনে রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো একটু কমতে পারে। এরপর ২-৩ দিন একই রকম আবহাওয়া থাকবে। আজ থেকে আগামী দু’দিনে দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে।

কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকার ফলে আজ জমিয়ে শীতের আমেজ কলকাতায়। আজ এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। ভোরের তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজ সারাদিন উত্তরে ঠান্ডা হাওয়া বইবে গোটা দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের দার্জিলিংয়ের নিচু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ও উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের ৫ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #rainfall, #Winter season, #West Bengal Weather updates, #West Bengal, #Winter, #Weather forecast

আরো দেখুন