দেশ বিভাগে ফিরে যান

কবে হতে চলেছে CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা? জেনে নিন তারিখ

December 13, 2023 | < 1 min read

কবে হতে চলেছে CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষিত হল। দু’টি ক্ষেত্রেই পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। পাশাপাশি, দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ২ এপ্রিল।

প্রসঙ্গত, ২০২৩ সালে, সিবিএসই-এর ডেটশীট জারি করা হয়েছিল ডিসেম্বরে এবং ১৫ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল। দশম শ্রেণির ফাইনাল পরীক্ষা ২১ মার্চ শেষ হয়েছিল এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৫ এপ্রিল শেষ হয়েছিল। পেপারগুলি একক শিফটে অনুষ্ঠিত হয়েছিল, সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত।

সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইটে এই কথা জানানো হয়েছে। পরীক্ষার কন্ট্রোলার সংযম ভরদ্বাজ জানিয়েছেন, দু’টি বিষয়ের পরীক্ষার মধ্যে পর্যাপ্ত ব্যবধান রেখেই সূচি তৈরি করা হয়েছে। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্সের মত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির তারিখগুলি ভেবেই পর্যাপ্ত সময় রাখা হয়েছে। এবছরও পরীক্ষা শুরু সকাল সাড়ে দশটায়।

দশম শ্রেণির পরীক্ষার দিনগুলি:
১৯ ফেব্রুয়ারি – সংস্কৃত
২১ ফেব্রুয়ারি – হিন্দি
২৬ ফেব্রুয়ারি – ইংরেজি
২ মার্চ – বিজ্ঞান
৪ মার্চ – হোম সায়েন্স
৭ মার্চ- সোশ্যাল সায়েন্স
১১ মার্চ – অঙ্ক
১৩ মার্চ – তথ্যপ্রযুক্তি, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, এআই

দ্বাদশ শ্রেণির মূল বিষয়ের পরীক্ষা দিনগুলি:
১৯ ফেব্রুয়ারি- হিন্দি
২২ ফেব্রুয়ারি- ইংরেজি
২৭ ফেব্রুয়ারি – রসায়ন
২৯ ফেব্রুয়ারি – ভূগোল
৪ মার্চ – পদার্থবিদ্যা
৯ মার্চ – অঙ্ক
১২ মার্চ – ফিজিক্যাল এডুকেশন
১৮ মার্চ – অর্থনীতি
১৯ মার্চ – জীববিদ্যা
২২ মার্চ – রাষ্ট্রবিজ্ঞান
২৮ মার্চ – ইতিহাস
১ এপ্রিল – সমাজবিজ্ঞান
২ এপ্রিল কম্পিউটার সায়েন্স
১৪ মার্চ – বিভিন্ন আঞ্চলিক ভাষার পরীক্ষা

TwitterFacebookWhatsAppEmailShare

#cbse board exams, #CBSE, #1OTH, #10+2, #CBSE EXAM

আরো দেখুন