বিবিধ বিভাগে ফিরে যান

পাকিস্তানের স্বাধীনতা দিবস ভারতের একদিন আগে কেন?

August 14, 2020 | < 1 min read

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন শেষ হয় ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। তৈরী হয় দুটি দেশ। কিন্তু পাকিস্তান তাদের স্বাধীনতা দিবস পালন করে ১৪ই আগস্ট আর ভারত করে ১৫ তারিখে। 

ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ ১৯৪৭ বলে, ১৯৪৭ সালের ১৫ই আগস্ট থেকে ভারতে দুটি দেশ হবে যথাক্রমে ভারত ও পাকিস্তান। ১৫ই আগস্ট দিনটিকে বেছে নেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির কাছে জাপানের আত্মসমর্পণকে উদযাপন করতে।

লর্ড মাউন্টব্যাটেন ১৪ই আগস্ট পাকিস্তানের ক্ষমতা প্রদান করেন যাতে ১৫ই আগস্ট স্বাধীনতা অনুষ্ঠানে তিনি দিল্লীতে উপস্থিত থাকতে পারেন। এছাড়া ১৪ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করার আরেকটি কারণ ছিল ওইদিন পবিত্র রমজান মাসের ২৭ তারিখ যা তাদের ধর্মে শুভদিন।

অনেকে বলে পাকিস্তানের ওইদিন স্বাধীনতা দিবস না। কারণ ওইদিন ভারতের থেকে তারা আলাদা হয়েছিল। পাকিস্তান ব্রিটিশ ভারত থেকে আলাদা হয়নি, তারা স্বাধীন ভারত থেকেই আলাদা হয়েছিল।

অনেকে বলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ ১৯৪৭ স্বাক্ষরিত হয় মধ্যরাতে নতুন দিল্লীতে। পাকিস্তানের সময় এর আধঘণ্টা আগে। অর্থাৎ পাকিস্তানের সময় অনুযায়ী সেটা ১৪ই আগস্ট রাত সাড়ে ১১টা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#pakistan, #Independence Day

আরো দেখুন