বিনোদন বিভাগে ফিরে যান

ফ্যানেদের জন্য সুখবর, এবার প্লেব্যাকে Wynk Artist Of The Year হলেন অরিজিৎ

December 15, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভারতের Wynk মিউজিক অ্যাপের বিচারে ২০২৩-এ সেরার সেরা জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। গত বছরে উইঙ্ক-তে সবচেয়ে বেশি স্ট্রিমিং করা হয়েছে তাঁর গান। সেই তালিকা প্রথমেই রয়েছে “কিশমিশ” ছবির গান “অবশেষে”। এছাড়াও রয়েছে, “ফাটাফাটি” ছবির “জানি অকারণ” । এর পরে ২০২৩ সালের সবচেয়ে বেশি স্ট্রিম করা বাংলা প্লেলিস্ট “বেঙ্গলি টপ ২০”, “পপ টপ ২০” এবং “খোকাবাবু”। চলতি বছরে তাঁর এই গানগুলো সকলকে বোল্ড আউট করে দিয়েছে। তবে ভক্তরা তাঁর গাওয়া “অবশেষে” গানটির প্রেমে পড়েছেন।

Wynk স্টুডিও, দেশের স্বাধীন শিল্পীদের জন্য বৃহত্তম গানের প্ল্যাটফর্ম। প্রায় ১৩০০ জন জনপ্রিয় শিল্পী এতে সক্রিয়। এর মধ্যে সেরা অরিজিৎ সিং। দ্বিতীয় স্থানে রয়েছেন প্রীতম এবং তৃতীয় স্থানে অমিতাভ ভট্টাচার্য। অরিজিৎ সিং এবং কৌশিক-গুড্ডুর “”এভাবে কে ডাকে”, “জিয়া তুই ছাড়া”, অরিজিৎ সিং এবং রণজয় ভট্টাচার্য-এর অর্ধাঙ্গিনী ছবির গান “আলাদা আলাদা” গানগুলোও শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। তাই বাংলা হোক বা হিন্দি – অরিজিৎ সিং মানেই সুপারহিট। সে কথা আবারও প্রমাণ করলেন গায়ক। বিশেষ করে বাংলার শ্রোতারা অপেক্ষায় করে থাকেন তাঁর গানের ডালির জন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Artist Of The Year, #Arijit Singh, #Wynk

আরো দেখুন