পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

শুক্রবারেই কেন সন্তোষী মায়ের ব্রত, জানেন আসল কারণ?

December 15, 2023 | 2 min read

শুক্রবারেই কেন সন্তোষী মায়ের ব্রত, জানেন আসল কারণ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার সন্তোষী মায়ের ব্রত পালন করা হয়। অসন্তোষের অবসান ঘটিয়ে সন্তুষ্টি দেন বলে তিনি ভক্তের কাছে সন্তোষী মা। উত্তর ভারতে মূলত এই পুজোর প্রচলন কিন্তু বর্তমানে বাংলার ঘরে ঘরেও পুজো করা হয় দেবীর।

মনে করা হয় সন্তোষী মায়ের উত্পত্তি রাজস্থানের যোধপুরে। লাল সাগরের ধারে সন্তোষী মাতার মন্দিরের সঙ্গেই রয়েছে অমৃত কুণ্ড। মন্দিরের পাশাপাশি, সেখানেও পুজোর্চ্চনা করেন ভক্তরা। ষাটের দশকে দেবীর মৌখিক প্রচার, বই, লিফলেট বিলির মাধ্যমে প্রচার বাড়তে থাকে। ১৯৭৫ সালে মুক্তি পায় হিন্দি ছবি ‘জয় সন্তোষী মা’। এরপর গোটা ভারতে ছড়িয়ে পড়ে সন্তোষী মায়ের কথা। বর্তমানে ভারতের পাশাপাশি নেপালেও তাঁর পুজো হয়।

শোনা যায়, শুক্রবার রাখি পূর্ণিমার দিন ভগবান গণেশের বোন তাঁর হাতে রাখি বাঁধছিলেন। তা দেখে গণেশের দুই ছেলে শুভ আর লাভেরও ইচ্ছা হয়, তাঁরা বোনের হাতে রাখি পরাবেন। দুই ছেলের মন রাখতে গণেশ সৃষ্টি করেন এক কন্যার। এইভাবে গণেশের দুই ছেলের বোন পাওয়ার ইচ্ছা পূরণ করে তাঁদের সন্তুষ্ট করেছিলেন। সেজন্য দেবীর নাম সন্তোষী। ভক্তদের বিশ্বাস ১৬টি শুক্রবার তাঁর ব্রত পালন করলে দেবী সন্তুষ্ট হন।

ভক্তদের বিশ্বাস, শুক্রবার উপোস করে দেবী সন্তোষীর পুজো দিলে শুভ ফললাভ হয়। শুক্রের কুপ্রভাব কেটে গিয়ে সুপ্রভাব পড়ে। রোগ-ব্যাধি দূর হয়ে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। বৈবাহিক জীবন আনন্দে ভরে ওঠে। বিপদের আশঙ্কা কমে। বাড়িতে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।

দেবী সন্তোষীর জন্ম শুক্রবার হওয়ায়, এই ব্রত শুক্রবার করে পালন করা হয়। কথিত আছে দেবী চতুর্ভুজা। তাঁর পরনে লালবস্ত্র। একটি হাতে ত্রিশূল, একটিতে তলোয়ার, একটি হাত আশীর্বাদের, চতুর্থ হাতটি রয়েছে সংহার মুদ্রায়। তাঁর ত্রিশূল সত্ত্ব, রজ ও তমগুণের প্রতীক। তলোয়ার জ্ঞানের প্রতীক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Santoshi Pujo, #maa santoshi, #friday, #Santoshi Maa

আরো দেখুন