আগামী শিক্ষাবর্ষের আগেই উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় বোর্ডগুলির সঙ্গে তাল রেখে এবার সিলেবাসে বদল করা হবে উচ্চ মাধ্যমিকেও। দীর্ঘদিন পরে এবার উচ্চমাধ্যমিকস্তরে সিলেবাস বদল হতে পারে বলে খবর। তা নিয়ে ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অন্দরে তৎপরতা শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিকের সিলেবাস শেষবারের মতো পরিবর্তন হয় ১০-১১ বছর আগে।
মূলত সিবিএসইর আদলে এই সিলেবাস বদলের ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে সিবিএসইর পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে বাড়তি সুবিধা পান। এক্ষেত্রে এবার উচ্চমাধ্যমিকের সিলেবাসকেও যদি সিবিএসইর আদলে করা হয় তবে উচ্চমাধ্যমিকের পড়ুয়ারাও চাকরির পরীক্ষায় টপাটপ সাফল্য পেতে পারেন। সেই লক্ষ্যেই এই সিলেবাসে বদল হতে পারে।
অন্তত ৪৭টি বিষয়ে এই সিলেবাস বদল হতে পারে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সিবিএসই গাইডলাইন মানা হয়। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিকের সিলেবাসটাও তেমন করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।