খেলা বিভাগে ফিরে যান

অনূর্ধ্ব ১৭-র ডার্বিতে মোহনবাগানকে ৪ গোল দিল ইস্টবেঙ্গল

December 16, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার ছিল অনূর্ধ্ব-১৭ যুব লিগের ডার্বি। সে ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে ৪ গোল খেল মোহনবাগানের যুব দল। লাল-হলুদের একটি গোল আবার বাতিলও হয়েছে অফসাইডের জন্য না হলে আবারও একটা ৫-০ ব্যবধানের হারের বোঝা মোহনবাগানের মাথা চাপতো। এদিন তাদের মাঠেই মোহনবাগানকে ৪-০ গোলে হারতে হল।

এ দিন ইস্টবেঙ্গলের হয়ে গোল ৪টি করে গুণরাজ সিংহ গ্রেওয়াল, দীপু সর্দার, অ্যালফ্রেড লালরিনপুইয়া এবং দেবজিৎ রায়। ম্যাচের সেরা ফুটবলার হয়েছে গুণরাজ।

এর আগে, মহমেডান স্পোটিংকে ৩-২ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল যুব দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#MOHUN BAGAN VS EAST BENGAL, #East Bengal, #Mohun Bagan fc

আরো দেখুন