উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আয়ে রেকর্ড করল বাঙালির এই সাফারি পার্ক! জেনে নিন কোথায়

December 18, 2023 | < 1 min read

আয়ে রেকর্ড করল বাঙালির এই সাফারি পার্ক!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন রেকর্ড গড়তে চলেছে উত্তরবঙ্গে শিলিগুড়িতে অবস্থিত বেঙ্গল সাফারি পার্ক। উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আয় করেছে ৫কোটি টাকা। রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ বোর্ডের সদস্য সচিব, সৌরভ চৌধুরী বলেছেন যে আগামী বছরের এপ্রিলের মধ্যে এটি ৭কোটি টাকায় পৌঁছে যাবে। এই আর্থিক বছরে এখনও তিন মাস বাকি থাকতেই তারা ৫ কোটি ৬৭ লাখ টাকা আয় করেছে।

পার্ক কর্তৃপক্ষ আশাবাদী যে রেকর্ডটি ভেঙে একটি নতুন রেকর্ড তৈরি হবে। এছাড়া নতুন বছরে পার্কে এক জোড়া সিংহ আসছে বলে জানান হয়েছে। ত্রিপুরা থেকে এই সিংহ আনা হবে। এদিকে পার্কে নতুন আরেকটি চিতাবাঘ এসেছে। তার নাম কৃষ্ণ। বেঙ্গল সাফারি পার্কে বিভিন্ন ধরনের প্রাণীর পাশাপাশি প্রচুর গাছও রয়েছে। তাই এটি বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় দ্বারা শিক্ষা সফরের জন্য বেছে নেওয়া হয়।

যে চিতাবাঘটিকে নিয়ে আসা হয়েছিল তাকেও আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৭ দিন পর প্রাণীটিকেও সাফারিতে ছেড়ে দেওয়া হবে। জানুয়ারির মাঝামাঝি সাফারিতে দেখা যাবে তাদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#record, #North Bengal, #Bengal Safari Park

আরো দেখুন