পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

মূলা ষষ্ঠী কি? কেন পালন করা হয় এই ব্রত?

December 18, 2023 | < 1 min read

মূলা ষষ্ঠী কি? কেন পালন করা হয় এই ব্রত?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার অন্যতম সংস্কৃতি ও লোকাচার মূলা ষষ্ঠী । ১ পৌষ, সোমবার আজ পালিত হচ্ছে প্রাচীন এই প্রথা। যাদের সন্তান হয়না সে সকল মহিলা সন্তান লাভের আশায় এবং যাদের সন্তান আছে তারা সন্তানের মঙ্গলার্থে মূলত ষষ্ঠী পূজা করে থাকেন। বিশেষ করে শুভ সূচী ও মঙ্গল কামনার জন্য এই পুজো  করা হয়।

এই পুজোয় নিবেদ্য হিসেবে মূলা, দুধ, আপেল, কমলা, বেলপাতা, বাতাবী লেবু, শসা, কলা, আঙ্গুর, পেঁয়ারা, বাতাসা, তুলশী পাতা, জবা ফুল, শিউলী ফুল, দূর্বা ঘাস, ও ধানের শিষের স্তুপধান, বিভিন্ন ফল ও ফসল দেওয়া হয়।

কথিত আছে, বাংলার মালদহের বেহুলা নদীর পাড়ে এক সময় লোক বসতি ছিল না। এলাকাটি ছিল জঙ্গলে পরিপূর্ণ। সেখানে বেহুলা মাকে নিয়ে জুয়া খেলা হয়েছিল। মা মনসার আশীর্বাদ লাভের আশায় এখনো সেখানে ষষ্ঠী পুজো হয়ে থাকে। এ উপলক্ষে মালদহের বেহুলা নদী পারের নেউড়ি এলাকায় মেলা বসে। আনন্দ উপভোগের জন্য পুজোর বিশেষ এ দিনে এখন‌ও সেখানে বিভিন্ন বয়সী মানুষ জুয়া খেলে থাকেন। মায়ের কৃপা প্রার্থনায় মাকে হরেক রকম খাবার দেওয়া হয়। পুজো শেষে অপাক্তেয় অংশ নদীতে বিসর্জন দেয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mulo Sashthi, #Mulo Sashthi brata, #West Bengal, #rituals

আরো দেখুন