করোনার নতুন ভ্যারিয়েন্ট মিলতেই রাজ্যগুলিকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ কেন্দ্রের

কয়েকদিন আগে তামিলনাডু়র তিরুচিরাপল্লিতে এক ব্যক্তির রক্তের নমুনায় মিলেছিল করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট JN.1।

December 18, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কয়েকদিন আগে তামিলনাডু়র তিরুচিরাপল্লিতে এক ব্যক্তির রক্তের নমুনায় মিলেছিল করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট JN.1। সেই ব্যক্তি ভারতে এসেছিলেন সিঙ্গাপুর থেকে। এবার আবার কেরালার তিরুবনন্তপুরম থেকে ৭৯ বছরের এক মহিলার নমুনায় শরীরে ওই JN.1 সাব-ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। স্বাভাবিকভাবেই স্বাস্থ্যমন্ত্রক এই নতুন সাব-ভ্যারিয়েন্ট সম্বন্ধে সতর্ক করে রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছে ।

জানা যাচ্ছে, কেন্দ্রের স্বাস্থমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে যে সামনেই উৎসবের মরসুম। তখন বহু লোকের এক জায়গায় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন আগাম সর্তকর্তা হিসেবে জোর দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর। কেন্দ্রে দেওয়া পরামর্শ বার্তায় নতুন করে ঝুঁকি কমাতে প্রতিটি জেলায় প্রয়োজনীয় নমুনা পরীক্ষা বৃদ্ধির কথা বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, পরিস্থিতির উপর নজরদারি চালানোর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের কাছে রিপোর্ট পাঠানোর জন্যও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen