কলকাতা বিভাগে ফিরে যান

নির্ধারিত ২৪ ডিসেম্বরই হবে টেট পরীক্ষা, জানিয়ে দিল হাইকোর্ট

December 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: গীতাপাঠের অনুষ্ঠানের জন্য বদলালো না টেট পরীক্ষার দিনক্ষণ। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের আবেদন খারিজ হল। মহামান্য হাইকোর্ট জানাল, আগামী ২৪ ডিসেম্বরই হবে টেট।

দিলীপের করা আবেদনের শুনানিতে মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানায়, যাতে কোনও পরীক্ষার্থীর কোনও সমস্যা না হয় তার জন্য রাজ্য ও কলকাতা পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরিবহণ দপ্তরকেও পর্যাপ্ত পরিষেবার ব্যবস্থা করবে।

আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছে ভারতীয় হিন্দু পরিষদ। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিন রাজ্যে অনুষ্ঠিত হবে প্রাথমিকের টেট। টেটের দিন বদলের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন তিনি। ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিল। অর্থাৎ টেট হবে নির্ধারিত ২৪ ডিসেম্বরই। দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে আড়াইটে পর্যন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Primary TET, #Kolkata High Court, #dilip ghosh, #gita

আরো দেখুন