রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি, বাংলায় প্রভাব কতটা?

December 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপের ফলে শুক্রবার তা একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তীব্র হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে গড়ে ওঠা ঘূর্ণিঝড় মিধিলি কলকাতাকে হালকাভাবে ভিজিয়ে দেবে কারণ এটি বঙ্গীয় উপকূলরেখা অতিক্রম করে বাংলাদেশে যাওয়ার পথে ঘণ্টায় ৮০ কিমি বেগে বাতাস বয়ে যাওয়ার অশোক আছে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।

মনে করা হচ্ছে মিধিলি ঘূর্ণিঝড়টি রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে আরও বড় আকার ধারণ করবে, বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে৭০ মিমি থেকে ১১০মিমি বৃষ্টিপাত হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cyclone Midhili, #West Bengal, #Weather Report

আরো দেখুন