উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

জলপাইগুড়িতে দিলীপ ঘোষ ঘুরে যাওয়ার পরও বিজেপির ভাঙন! উদ্বিগ্ন পদ্ম শিবির

August 14, 2020 | 2 min read

কেউ বুথ সভাপতি, কেউবা প্রাক্তন বিজেপি প্রার্থী। দিন কয়েক ধরেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে গেরুয়া শিবির ছেড়ে নেতা কর্মীরা যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। একুশের বিধানসভা ভোটের আগে জেলার সংগঠন চাঙ্গা করতে উত্তরবঙ্গ ঘুরে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জলপাইগুড়িতেও জেলা নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক সেরেছেন। দলকে চাঙ্গা করার বার্তা দিয়ে গেলেও ভাঙন কিন্তু ঠেকানো যাচ্ছে না। যা নিয়ে স্বভাবতই উদ্বিগ্ন পদ্ম শিবির। যদিও রাজ্যের শাসক দল তৃণমূলের দাবি, জলপাইগুড়ির মানুষ বিজেপির সঙ্গে কোনও দিনই ছিল না। ভুল বুঝে কিছু লোক বিজেপিতে গিয়েছিলেন। সেই ভুল ভাঙতেই তাঁরা ফের তৃণমূলে ফিরছেন। এতে আগামী বিধানসভা ভোটের মুখে ঘাসফুল আরও উর্বর হচ্ছে। বৃহস্পতিবার মাল বিধানসভায় বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক জাকিরুল হোসেন সহ প্রায় দেড়শো জন তৃণমূল কংগ্রেসে যোগদেন করেন। পাশাপাশি ধূপগুড়িতে বেশকিছু বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। গত কয়েকদিনে আলন্দপুর, মালবাজার, রাজগঞ্জের একাধিক কর্মী বিজেপি ছেড়েছেন।

গত সপ্তাহেই মাল বিধানসভা কেন্দ্রে ২০১১ সালের বিজেপি প্রার্থী বলরাম এক্কা সহ মোট ৫০ জন ঘাসফুলে যোগদান করেন। এদিকে এদিন বিজেপির মালবাজার টাউন মণ্ডলের প্রাক্তন সভাপতি পঙ্কজ তেওয়ারি দল ছাড়ার কথা ঘোষণা করেন। যদিও তিনি এখনই অন্য দলে যাওয়ার কথা চূড়ান্তভাবে জানাননি। তাঁর শতাধিক অনুগামী নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা জানিয়েছেন। যদিও তৃণমূল শিবিরের দাবি, দিলীপ ঘোষের জেলা সফরের আগেই ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে রাজ্য সভাপতি এলেও তাতে কাজ হয়নি। দিলীপ ঘোষের সফরের পরও এই ভাঙন রুখতে না পাড়ায় চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে গেরুয়া শিবিরে। তৃণমূলের দাবি, মাত্র কয়েকদিনেই বিভিন্ন এলাকায় হাজার দশেক বিজেপি কর্মী ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। অনেকেই তৃণমূলে আসার জন্য মুখিয়ে আছেন। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে বলে দাবি জলপাইগুড়ি জেলা তৃণমূল নেতৃত্ব।

জলপাইগুড়ির বিজেপি এমপি জয়ন্ত রায় বলেন, অনেকেই ব্যক্তিগত সুবিধা নিতে বিজেপিতে যোগদান করেছিলেন। সেই সুবিধা না মেলায় তাঁরা এখন দলত্যাগ করেছেন। আমরা সুবিধাবাদীদের তাড়িয়ে দিচ্ছি। তৃণমূল নেতারা ওদের দলে যোগদানের সংখ্যা বেশি করে দেখাচ্ছে এবং প্রচার করছে। এতে ওদের কোনও লাভ হবে না। একুশে আমাদের হাতেই রাজ্যের ক্ষমতা আসবে।

বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, আমাদের দলে অনৈতিক নেতাদের জায়গা নেই। তৃণমূলে যাঁদের গ্রহণযোগ্যতা নেই আমাদের দলে তাঁদের যোগদান করানো হবে না। যাঁরা এসেছিলেন তাঁরা সুবিধা করতে না পেরে ফিরে যাচ্ছেন। ওঁদের যাওয়ায় দলের বিন্দুমাত্র ক্ষতি হচ্ছে না।

তৃণমূলের জেলা সভাপতি কিষাণ কল্যাণী বলেন, বিজেপি মেরুকরণের রাজনীতি করে। মানুষ তাই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে। ওদের রাজ্য সভাপতি এসেও ভাঙন আটকাতে পারেননি। প্রতিদিনই বিরোধী দলের অসংখ্যা নেতা কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #jalpaiguri, #dilip ghosh

আরো দেখুন