অক্ষয়, হৃতিকের পর ক্রিকেট দল কিনলেন BIG B

শুরু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)। সেই টুর্নামেন্টে মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনলেন অমিতাভ বচ্চন।

December 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শুরু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)। সেই টুর্নামেন্টে মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনলেন অমিতাভ বচ্চন।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘নতুন দিন, নতুন উদ্যোগ। মুম্বই টিমের মালিক হতে পারাটা আমার কাছে গর্বের ও সম্মানের। কত প্রতিভার বিকাশ ঘটবে এই টুর্নামেন্টে। তার সঙ্গে জড়িত থাকার সুযোগ পেয়ে আপ্লুত।’ পেশাদার মঞ্চে প্রতিভা বিকাশের সুযোগ পাবেন ক্রিকেটাররা।

আগামী বছর ২ থেকে ৯ মার্চ মুম্বইয়ে আয়োজিত হবে এই টি১০ ক্রিকেট ইভেন্ট। জানা গিয়েছে, ছ’টি দল নিয়ে টুর্নামেন্টে ১৯টি ম্যাচ খেলা হবে। মুম্বই ছাড়াও থাকবে কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও শ্রীনগর।

প্রসঙ্গত, আইএসপিএল-এর একটি ক্রিকেট দল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি কিনেছেন হৃতিক রোশন। কয়েকদিন আগেই ‘অক্ষয় কুমার শ্রীনগর দলের মালিক হয়েছেন।

ক্রিকেট তাঁর অত্যন্ত পছন্দের খেলা, কিন্তু তিনি খেলা দেখলে নাকি টিম ইন্ডিয়া হেরে যায়, একথা নিজের মুখেই স্বীকার করেছিলেন অমিতাভ বচ্চন, নেহাত মজা করেই।। এবার একটি ক্রিকেট দলই কিনলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen