ট্রেলারের পর এবার গান! বিতর্কের কেন্দ্রবিন্দু সড়ক ২

এর মধ্যেই ট্রেলারে ব্যবহৃত ‘ইশক কামাল’ গানটিও নাকি নকল বলে অভিযোগ উঠেছে!

August 14, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার নতুন বিতর্কে মহেশ ভাটের ‘সড়ক ২’! এমনিতেই নেটিজেনরা উদ্যোগ নিয়ে এই ছবির ট্রেলারকে বিশ্বের সবচেয়ে অপছন্দের ট্রেলার তৈরি করেই দিয়েছেন। এর মধ্যেই ট্রেলারে ব্যবহৃত ‘ইশক কামাল’ গানটিও নাকি নকল বলে অভিযোগ উঠেছে! এই অভিযোগটি করেছেন মিউজিক প্রোডিউসার শেহজান সালিম। তাঁর দাবি, তিনি পাকিস্তানে ২০১১ সালে ঠিক এইরকমই একটি গান তৈরি করেছিলেন। ‘সড়ক ২’-এর প্রযোজনা সংস্থা ফক্স স্টার স্টুডিওকে ট্যাগ করে একটি ট্যুইট দেগেছেন শেহজান। ট্যুইটের সঙ্গে একটি ভিডিও দিয়ে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ঠিক কোন কোন জায়গায় গান দু’টির মধ্যে মিল রয়েছে।  

এর আগে মহেশ-কন্যা তথা অভিনেত্রী পূজা ভাট বলেছিলেন, ‘সড়ক ২’ নতুন প্রতিভার জন্ম দেবে। চণ্ডীগড় থেকে একজন গানের শিক্ষক মহেশ ভাটের অফিসে এসে এই গান শুনিয়েছিলেন। সেখান থেকেই এই গানের উৎপত্তি। এখন কে যে সত্যি বলছেন আর কে মিথ্যে, তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen