খেলা বিভাগে ফিরে যান

‘অমর একাদশ’-এর মূর্তি বসল মোহনবাগান তাঁবুতে

December 22, 2023 | < 1 min read

‘অমর একাদশ’-এর মূর্তি বসল মোহনবাগান তাঁবুতে

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর মোহনবাগান তাঁবুতে বসল ‘অমর একাদশ’-এর ৬ ফুটের মূর্তি। ক্লাব লনে ১৯১১-র আইএফএ শিল্ড জয়ী দলের ব্যবহৃত বেঞ্চ রয়েছে। সেই বেঞ্চ ব্যবহার করেই কিংবদন্তি ১১ ফুটবলারের ৬ ফুটের মূর্তি স্থাপন করা হল।

ঐতিহ্যশালী মোহন বাগান লনে চাঁদের হাট বসেছিল এদিন দুপুর থেকেই। উপস্থিত সৌরভ গাঙ্গুলি থেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, শ্যাম থাপা, প্রদীপ চৌধুরি প্রমুখ। প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, লোপামুদ্রা মিত্র, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবারতি মুখোপাধ্যায় ও অমর একাদশের পরিবারের সদস্যরাও ছিলেন।

এদিন এই অনুষ্ঠান মঞ্চে সৌরভ বলেন, আমাদের দেশে বহু ক্রীড়া সংস্থায় ক্রীড়াবিদরা এসেছেন, এটা ভাল দিক। আমি চাই কলকাতা ক্লাব প্রশাসনেও প্রাক্তনদের জায়গা দেওয়া হোক।

মহারাজ আরও বলেছেন, আমার প্রথম ভালবাসা ফুটবলই। ক্রিকেটে আমি পরে এসেছি। বাবার সঙ্গে খেলা দেখতে এসেছি মোহনবাগান মাঠে। এখনও বলে দিতে পারব মানস, বিদেশ, প্রসূণরা কোথায় খেলতেন। আমি মনে করি খেলোয়াড়রা প্রশাসনে এলে আখেরে খেলাটার ভাল হবে। তাই প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ বলে রেখেছেন, প্রশাসনে একজন ক্রীড়াবিদ খেলোয়াড়দের আসল সমস্যা বুঝতে পারবেন।

তবে এই বিশেষ দিনেও অনুরাগীদের আলোচনার কেন্দ্র ছিল আইএসএলে মোহন বাগান-গোয়া ম্যাচ। শনিবার মেগা যুদ্ধের আগে চোট ও কার্ড সমস্যায় জর্জরিত সবুজ-মেরুন শিবির। মুম্বইয়ের বিরুদ্ধে আশিস রাই, লিস্টন ও ইউস্তের লাল কার্ড আরও চিন্তা বাড়িয়েছে। রক্ষণ সাজাতে জেরবার ফেরান্দো। সমর্থকদের আলোচনায় উদ্বেগের ছোঁয়া। প্রাক্তন সবুজ-মেরুন ডিফেন্ডার প্রদীপ চৌধুরির আপশোস, ‘ লিস্টন অবিবেচকের মতো লাল কার্ড দেখে দলকে বিপদে ফেলল। চোট সমস্যায় ফেরান্দো ব্রিগেডকে কিছুটা নড়বড়ে দেখাচ্ছে। তবে দল দ্রুত ছন্দে ফিরবেই।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #mohunbagan, #mbsg, #amar ekadosh

আরো দেখুন