কেমন করে বড়দিন কাটালেন বলিউড তারকারা? দেখুন ছবি

বড়দিনের আনন্দে মেতেছে গোটা বিশ্ব। তারকা-সেলেব থেকে শুরু করে আমজনতা সকলেই সামিল হয়েছেন যীশুর জন্মদিন উদযাপনে।

December 26, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বড়দিনের আনন্দে মেতেছে গোটা বিশ্ব। তারকা-সেলেব থেকে শুরু করে আমজনতা সকলেই সামিল হয়েছেন যীশুর জন্মদিন উদযাপনে। ঘটা করে বড়দিন উদযাপন করেছেন বলিউড তারকারাও। সানি দেওল, মালাইকা অরোরা, খুশি কাপুর, বিপাশা বসু থেকে শুরু করে কাজল, ভূমি পেডনেকর, অর্জুন কাপুর কে নেই সেই তালিকায়!

মালাইকা আরোরার বাবা হিন্দু পাঞ্জাবি হলেও, মা জয়সি পলিকর্প মালয়ালি খ্রিস্টান। মালাইকার ১১ বছর বয়সে, তাঁর বাবা ও মা’র মধ্যে বিচ্ছেদ হয়। মালাইকা ও তাঁর ছোট বোন অমৃতা আরোরা মা জয়সির কাছেই বড় হয়েছেন। ফি বছর ক্রিসমাস সেলিব্রেশন করেন তাঁরা।

বিপাশা বসু ও তাঁর স্বামী করণ সিং গ্রোভার মুম্বইয়ের খার রোডে নিজেদের টেরেস অ্যাপার্টমেন্টে, ছোট্ট মেয়েকে নিয়ে এবারে বড়দিনে উদযাপন করেছেন। ক্রিসমাস ট্রি এবং নানা রকম উপহার সামগ্রী দিয়ে টেরেস অ্যাপার্টমেন্টের হলঘরটি সাজিয়েছেন বিপাশা ও করণ।

অভিনেত্রী কাজল বড়দিনে নিজেই সান্তার মতো লাল রঙের পোশাক পরেছেন। নিজেই পোশাকের নাম দিয়েছেন ‘রেড রাইডিং হুড’।

জুহুতে নিজের বাংলোর হলঘরে সানি দেওল অতিকায় ক্রিসমাস ট্রির সামনে একটি সুন্দর টেডি বিয়ার কোলে নিয়ে, ছবি পোস্ট করে তাঁর অনুরাগীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন।

লন্ডনে বোন অনশুলা কাপুরকে নিয়ে বড়দিনের ছুটি কাটাচ্ছেন অর্জুন কাপুর।

অক্ষয় কুমার, কৃতি স্যানন, ভূমি পেডনেকর, করণ জোহরেরাও অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen