ব্যর্থ রোহিত-গিল, প্রথম দিনের শেষে রাবাডার সঙ্গে লড়াই জারি রাহুলের

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা।

December 26, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রথম দিনের শেষে রাবাডার সঙ্গে লড়াই জারি রাহুলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃষ্টির জন্য আর খেলা এগোল না, সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে মাত্র ৫৯ ওভার খেলা হল। দিনের শেষে ভারতের স্কোর ২০৮/৮। পাঁচটি উইকেট পেয়েছেন রাবাডা। অভিষেক ম্যাচে জোড়া উইকেট শিকার করেছেন নান্দ্রে বার্গার। ক্রিজে ৭০ রানে অপরাজিত রয়েছেন কেএল রাহুল। সঙ্গে আছেন সিরাজ।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। রাবাডার বলে পুল মারতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন ভারত অধিনায়ক রোহিত। পাঁচ রানে আউট হন হিটম্যান। ১৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। যশস্বী জয়সওয়ালকে ১৭ রানে সাজঘরে ফেরান নান্দ্রে বার্গার। প্রসঙ্গত, এটিই নান্দ্রের অভিষেক টেস্ট। শুভমন গিল মাত্র দুই রানে ফেরেন। ২৪ রানে তিন উইকেট হারিয়ে ভারতীয় দল চাপে পড়ে যায়, ইনিংস সামলান শ্রেয়স ও বিরাট কোহলি। মধ্যাহ্নভোজের বিরতির পর শ্রেয়স আইয়ারকে ফেরান রাবাডা। রাবাডার বলেই ফেরেন বিরাট কোহলি। ৩৮ রান করে আউট হন কিং কোহলি। এরপর ধাপে ধাপে রবিচন্দ্রন আশ্বিন ও শর্দুল ঠাকুরকে ফেরান রাবাডা। ইতিমধ্যেই দেড়শোর গন্ডি পেরোয় ভারত। বার্গারের বলে ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করেন রাহুল। বৃষ্টি নামায় আম্পেয়াররা খেলা বন্ধের সিদ্ধান্ত নেন। ৫৯ ওভারে শেষ হয় সেঞ্চুরিয়ানের প্রথম দিনের খেলা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen