আদালত-এর অভিনেতা রনিত রায় তৃতীয়বার বিয়ে করলেন কাকে? দেখুন ভিডিও

আদালত-খ্যাত অভিনেতা রনিত রায় ২৫ ডিসেম্বর, ২০তম বিবাহ বার্ষিকীর দিন মন্দিরে পরিবারের উপস্থিতিতে সমস্ত আচার মেনেই ফের স্ত্রী নীলম বোসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ।

December 27, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আদালত-খ্যাত অভিনেতা রনিত রায় ২৫ ডিসেম্বর, ২০তম বিবাহ বার্ষিকীর দিন মন্দিরে পরিবারের উপস্থিতিতে সমস্ত আচার মেনেই ফের স্ত্রী নীলম বোসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন।

বিয়ের আয়োজন থেকে শুরু করে বিয়ের নানা আচার ও রীতির ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।

৫৮ বছর বয়সে এসে দ্বিতীয়বার তার স্ত্রীকেই আবার বিয়ে করলেন!

একটি পোস্টে রণিত তাঁর স্ত্রীর উদ্দেশ্যে লেখেন, ‘আবার বিয়ে করবে আমার সঙ্গে?’ অন্য আরেক পোস্টে তিনি লেখেন, ‘দুবার কেন, হাজার বার তোমার সঙ্গে বিয়ে করতে রাজি।’ তিনি লেখেন, বিয়ের সময় স্ত্রীয়ের প্রতি যে অঙ্গীকার তিনি করেছিলেন, তার পুনরাবৃত্তি চান তিনি। সেই মতোই বিয়ের ২০ বছর পর বিবাহবার্ষিকীতে ফের স্ত্রীয়ের সঙ্গেই সাত পাক ঘুরলেন তিনি।

বিয়ের পরেই স্ত্রীয়ের ঠোঁটে ঠোঁট রাখলেন ছোটপর্দার জনপ্রিয় এই তারকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen