INDvsSA Test: রাহুলের সেঞ্চুরির দিনে নায়ক এলগার, বেডিংহ্যাম

প্রথম ইনিংসে মার্করাম সিরাজের বলে আউট হবার পর প্রোটিয়াদের ইনিংসের হাল ধরেন ডিন এলগার।

December 27, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাহুলের সেঞ্চুরির দিনে নায়ক এলগার, বেডিংহ্যাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সেঞ্চুরিয়ান পার্কে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যার্থতার পর দ্বিতীয় দিনে সফররত ভারতের একমাত্র শান্তনা ছিল কে এল রাহুলের সেঞ্চুরি (১০১)। এদিন মাত্র ২৪৫ রানে শেষ হয় ভারতের ইনিংস।

প্রথম ইনিংসে মার্করাম সিরাজের বলে আউট হবার পর প্রোটিয়াদের ইনিংসের হাল ধরেন ডিন এলগার। বুমরার বলে জরঝি এবং পিটারসন আউট হলেও এলগারের সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন নবাগত ডেভিড বেডিংহ্যাম। এলগার সেঞ্চুরি করলেন। বেডিংহ্যাম তাঁর প্রথম টেস্ট ইনিংসে করলেন অর্ধশতরান। বেডিংহ্যাম ৫৬ রান করে সিরাজের বলে আউট হন। ভেরিন আউট হন প্রসিদ্ধ কৃষ্ণর বলে এদিনের খেলার শেষে এলগার অপরাজিত থাকলেন ১৪০ রানে, সঙ্গে জেনসেন। দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকল ১১ রানে। দিনের শেষে তাদের স্কোর ২৫৬/৫।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen