রমাপদ চৌধুরীর কাহিনি নিয়ে তৈরি ফিল্মগুলো দেখেছেন?

ঔপন্যাসিক এবং গল্পকার রমাপদ চৌধুরি অজস্র গল্প ও উপন্যাস লিখেছেন।

December 28, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
রমাপদ চৌধুরীর কাহিনি নিয়ে তৈরি ফিল্মগুলো দেখেছেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রমাপদ চৌধুরীর জন্ম। ঔপন্যাসিক এবং গল্পকার রমাপদ চৌধুরি অজস্র গল্প ও উপন্যাস লিখেছেন। তাঁর একাধিক কাহিনি থেকে নির্মিত হয়েছে চলচ্চিত্রও। দেখে নিন এক নজরে

এখনই:

ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭১ সালে। পরিচালনা করেন তপন সিংহ। অভিনয় করেছেন অপর্ণা সেন, স্বরূপ দত্ত, চিন্ময় রায়, মৌসুমি চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায়।

পিকনিক:

১৯৭২ সালে মুক্তি পেয়েছিল পিকনিক। পরিচালক ছিলেন ইন্দ্র সেন। রঞ্জিত মল্লিক, শমিত ভঞ্জ, অর্চনা গুপ্ত ছিলেন অভিনয়ে।

বনপলাশির পদাবলী:

১৯৭৩-এ মুক্তি পাওয়া এ ছবির পরিচালক ছিলেন উত্তমকুমার। অভিনয় করেন সুপ্রিয়া দেবী, বিকাশ রায়, অনিল চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় এবং মহানায়ক।

খারিজ:

১৯৮২ সালে মৃণাল সেনের পরিচালনায় তৈরি হয় খারিজ। ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছিল। অভিনয় করেছিলেন মমতা শঙ্কর, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার।

এক দিন আচানক:

১৯৮৯ সালে মুক্তি পায় ছবিটি। পরিচালক ছিলেন মৃণাল সেন। সাবান আজমি, অপর্ণা সেন, অনিল চ্যাটার্জী প্রমুখেরা অভিনয় করেছিলেন।

এক ডাক্তার কি মউত:

ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯০ সালে। রামপদ চৌধুরীর “অভিমন্যু” গল্প অবলম্বনে তপন সিনহার পরিচালিত হিন্দি ভাষায় ছবিটি নির্মিত হয়েছিল।

বরুণবাবুর বন্ধু:

ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে, রমাপদ চৌধুরীর ছাদ গল্প অবলম্বনে তৈরি এই সিনেমায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অর্পিতা চ্যাটার্জী, শ্রীলেখা মিত্র। পরিচালনার দায়িত্বে ছিলেন অনিক দত্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen