ISL: হারের হ্যাট্রিকের পর পাঁচে নামল মোহনবাগান, শীর্ষে কেরল
আইএসএল-এর ইতিহাসে এই প্রথম পরপর তিন ম্যাচ হারল সবুজ-মেরুন ব্রিগেড।
December 27, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুম্বই এবং গোয়ার পর বুধবার ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধেও হেরে গেল জুয়ান ফেরান্দোর মোহনবাগান সুপার জায়েন্ট। আইএসএল-এর ইতিহাসে এই প্রথম পরপর তিন ম্যাচ হারল সবুজ-মেরুন ব্রিগেড।
এদিন ম্যাচের শুরু থেকেই কেরল আক্রমণাত্বক ফুটবল খেলছিল । প্রথমার্ধের ৯ মিন্টের মাথায় গোল করে যান ডিমান্টাকোস। গোটা প্রথমার্ধে কেরলের গোলে একটাও শট করতে পারেনি মোহনবাগান।
দ্বিতীয়ার্ধে মনবীরকে নামানোর পর আক্রমণের ঝাঁজ কিছুটা বাড়লেও গোলের মুখ খুলতে পারেনি মোহনবাগান। এই ম্যাচ জিতে ISL-এর শীর্ষে পৌঁছল কেরল। পাঁচে নামল মোহনবাগান।