রাজ্য বিভাগে ফিরে যান

ছ’বছর পর ফের নেওড়াভ্যালিতে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের

December 28, 2023 | < 1 min read

ফের নেওড়াভ্যালিতে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ২০১৭-র পর ২০২৩, নেওড়াভ্যালিতে ফের দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। হাড় হিম করা ঠান্ডায় প্রায় সাড়ে ১০ হাজার ফুট উচ্চতায় গোরুমারা জাতীয় উদ্যানের অধীন নেওড়াভ্যালির নর্থ রেঞ্জ এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগারের গতিবিধি ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়।

বন্যপ্রাণ বিভাগের আধিকারিকদের মতে, রয়্যাল বেঙ্গলের গতিবিধি এত উচ্চতায় ধরা পড়ার অর্থ সেখানে বাঘ বিচরণের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। রয়্যাল বেঙ্গলের সংরক্ষণের জন্য ফান্ড চেয়ে এবার গোরুমারা বন্যপ্রাণ বিভাগ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির কাছে প্রস্তাব পাঠাচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় নজরদারি চালাতে কর্মী নিয়োগ-সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

২০১৭ সালে নেওড়ার লাভা এলাকায় একজন গাড়িচালক প্রথম বাঘের ছবি তোলেন। তারপর গোরুমারা বন্যপ্রাণ বিভাগ ১০টি ট্র্যাপ ক্যামেরা বসায়। জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার একটি দল সমীক্ষা করে, ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি পেয়েছিল। নেওড়ায় গাছে বাঘের নখের আঁচর, বাঘের মল, পায়ের ছাপ মিলেছিল। তারপর ফের বাঘের ছবি ধরা পড়ল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Royal Bengal Tiger, #tiger, #neoravalley

আরো দেখুন