পেটপুজো বিভাগে ফিরে যান

প্রতি সেকেন্ডে আড়াইখানা বিরিয়ানি! কী বলছে Swiggy?

December 28, 2023 | < 1 min read

প্রতি সেকেন্ডে আড়াইখানা বিরিয়ানি! কী বলছে Swiggy?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: একেবারে শেষ লগ্নে তেইশ, Swiggy প্রতি বছরের মতোই প্রকাশ করেছে ‘How India Swiggy’d 2023’ তাতে দেখা যাচ্ছে অর্ডারের নিরিখে শীর্ষে ফের বিরিয়ানি। প্রতি সেকেন্ডে আড়াইখানা করে বিরিয়ানি অর্ডার হয়েছে গোটা দেশে। প্রতি সাড়ে পাঁচটি চিকেন বিরিয়ানি পিছু একটি করে ভেজ বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। সবচেয়ে অর্ডার এসেছে, চেন্নাই, দিল্লি ও হায়দ্রাবাদ থেকে।

রিপোর্ট অনুযায়ী, দুর্গাপুজোর সময় ৭৭ লক্ষ রসগোল্লা অর্ডার হয়েছে, নবরাত্রির সময় মশলা দোসা’র অর্ডার এসেছে সবচেয়ে বেশি। বেঙ্গালুরুতে আবার সর্বাধিক কেক অর্ডার হয়েছে। চকোলেট কেকের অর্ডার এসেছিল প্রায় ৮৫ লক্ষ। ভ্যালেন্টাইন্স ডে-র সময় ২৭১ টি করে কেকের অর্ডার এসেছিল প্রতি মিনিটে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Food, #Biriyani, #swiggy, #food lovers, #order

আরো দেখুন