রণবীরের বিরুদ্ধে অভিযোগ হিন্দুত্ববাদীদের, কারণ জানতে দেখুন ভিডিও

ক্রিসমাস উপলক্ষ্যে সম্প্রতি একত্রিত হয়েছিল গোটা কাপুর পরিবার।

December 28, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
রণবীরের বিরুদ্ধে অভিযোগ হিন্দুত্ববাদীদের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রণবীর কাপুরের বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ। কেবল রণবীর নন, গোটা কাপুর পরিবারের বিরুদ্ধেই হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল। কী কারণে দায়ের হল এই অভিযোগ?

ক্রিসমাস উপলক্ষ্যে সম্প্রতি একত্রিত হয়েছিল গোটা কাপুর পরিবার। বড়দিনে একসঙ্গে নৈশভোজ সারেন কাপুর পরিবারের সদস্যরা। বছরভর ব্যস্ত থাকলেও এই একটি দিনে সময় বের করেন সবাই। রণবীর-আলিয়াও হাজির হয়েছিলেন সেই পার্টিতে। কাপুরদের ক্রিসমাস পার্টির ছবি-ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, কেকের উপর পানীয় ঢেলে তা জ্বালানোর সময়ে ‘জয় মাতা দি’ বলছেন রণবীর। সেই ভিডিওর প্রেক্ষিতেই মুম্বইনিবাসী জনৈক সঞ্জয় তিওয়ারি ঘাটকোপার থানায় অভিযোগ দায়ের করেছেন।

সঞ্জয়ের অভিযোগ, সব দেবতার আগে অগ্নিদেবতাকে পুজো করার রীতি রয়েছে হিন্দুদের। রণবীর কাপুর ও তাঁর পরিবারের সদস্যরা অন্য ধর্মের উৎসব পালন করার সময়ে ইচ্ছাকৃতভাবে মাদকদ্রব্য ব্যবহার করে ‘জয় মাতা দি’র নাম করেছিলেন, অভিযোগ এনেছেন সঞ্জয়ের দুই আইনজীবী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen