১০ বছর ধরে হাসপাতালে ঋত্বিক ঘটকের পুত্র, প্রকাশ্যে আনলেন পরমব্রত

মাত্র কয়েকদিন আগে, তার বিয়ে নিয়ে নৃশংস ট্রোলিংয়ের মুখোমুখি হয়ে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। নানান মিমের বিষয় হয়ে ওঠেন তিনি। তবে এবার খবরে এসেছেন একদম অন্য কারণে।

December 30, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মাত্র কয়েকদিন আগে, তার বিয়ে নিয়ে নৃশংস ট্রোলিংয়ের মুখোমুখি হয়ে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। নানান মিমের বিষয় হয়ে ওঠেন তিনি। তবে এবার খবরে এসেছেন একদম অন্য কারণে।

চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছেলে, পরমের মামা, ঋতবান ঘটকের সঙ্গে, হাসপাতাল থেকে তোলা একটি সাম্প্রতিক ছবি তিনি ইনস্টাগ্রামে একটি শেয়ার করলেন।

মামার সাথে তার প্রথাগত সাক্ষাত সম্পর্কে লিখেছেন, এমন একটি ঐতিহ্য যা তিনি প্রতি দুর্গা পূজা, ক্রিসমাস এবং নববর্ষে করেন। কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে পরমব্রত উল্লেখ করেছেন যে কীভাবে ঋতবান, একজন চলচ্চিত্র নির্মাতা, গত ১০ বছর ধরে কলকাতার এসএসকেএম হাসপাতালের সাইকিয়াট্রি ওয়ার্ডে চিকিৎসার অধীনে রয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen