কাজ হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছে ভারতের ৫৬ শতাংশ পরিবার, বলছে সমীক্ষা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত বিশ্ব অর্থনীতির অন্যতম নিয়ামক হয়ে ওঠার মোদীর আস্ফালন কতটা বাস্তব? তা আরও একবার স্পষ্ট হয়েছে সাম্প্রতিক এক রিপোর্টে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের আর্থিক অবস্থার উপর আলোকপাত করে ৫৬ শতাংশ ভারতীয় পরিবার এখনও চরম আর্থিক অনিশ্চয়তায় ভোগে।
সাম্প্রতিক একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম বিশ্ব বিখ্যাত রিসার্চ ট্রায়েঙ্গেল ইনস্টিটিউটের সাহায্যে দেশের ১ হাজার ১৭০টি জায়গায় সমীক্ষা চালায়। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, অপ্রত্যাশিত চিকিত্সা জরুরী অবস্থার কারণে ২২% ভারতীয় তাদের আজীবন সঞ্চয় হ্রাস করতে বাধ্য হয়েছেন। ভারতবাসীর বৃহত্তম অংশের বর্তমান অবস্থা খুব একটা সুখকর নয়। ৫৬ শতাংশ ভারতীয় পরিবার চাকরি হারানোর ভয়ের মধ্যে রয়েছে।
সমীক্ষায় আরও জানা গিয়েছে যে, দেশের প্রায় ২২ শতাংশ মানুষ সমীক্ষকদের জানিয়েছেন, অপ্রত্যাশিত কারণে সম্প্রতি তাঁরা তাঁদের সঞ্চয় ভাঙাতে বাধ্য হয়েছেন। প্রতি মাসে ৩৫ হাজার টাকার কম রোজগার করেন ৭৭ শতাংশ ভারতীয়। ভারতের ৬৫ শতাংশ পরিবারই আর্থিকভাবে দুর্বল।
রিপোর্টে আরও দাবি করা হয়েছে, গত পাঁচ বছরে মাত্র ৩০ শতাংশ পরিবারের আর্থিকভাবে এগোলেও ৭০ শতাংশ পরিবার পিছিয়ে গিয়েছে। পরিবার পিছু আয়ে সব রাজ্যের তুলনায় এগিয়ে কর্ণাটক। সে রাজ্যে পরিবারগুলির গড় আয় ৩৫ হাজার ৪১১ টাকা। তবে তিন শতাংশ ভারতীয় পরিবার আগামী ছ’মাসের মধ্যে তারা একটি গাড়ি কেনার চেষ্টা চালাচ্ছেন। ১০ শতাংশ পরিবারের সদস্য ছ’মাসের মধ্যে একটি স্মার্ট ফোন কেনার আর্থিক তোড়জোড় শুরু করেছে।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, খাতায়-কলমে ভারত যত বড় অর্থনীতির দেশই হোক না কেন, দেশবাসীর সামগ্রিক উন্নয়ন না হলে এসবই ব্যর্থ হবে। সময়ের সাথে সামগ্রিকভাবে মানুষের আয়ও বাড়ার নিয়ম স্বাভাবিক হলেও ভারতবাসীর বৃহত্তম অংশের বর্তমান অবস্থা খুব একটা সুখকর নয়, তার প্রমাণ দিচ্ছে রিসার্চ ট্রায়েঙ্গেল ইনস্টিটিউটের সমীক্ষা।