বর্ষশেষের রাতে শহরে চলবে অতিরিক্ত বাস, বাড়ছে মেট্রোর সময়

এসবিএসটিসি ও এনবিএসটিসিও অতিরিক্ত বাস চালাচ্ছে। মেট্রোর ক্ষেত্রে, বর্ষশেষের দিন রাত ১২টা পর্যন্ত মেট্রো চলবে। রাত ১১টা পর্যন্ত মেট্রোর টিকিট বিক্রি করা হবে।

December 31, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ষশেষের রাতে জনসাধারণের জন্য কলকাতার রাজপথে নামতে চলেছে বাড়তি বাস। মেট্রোর সময়ও বাড়ানো হবে। পরিবহণ সংস্থা তরফে খবর, বড়দিন ও বর্ষশেষের মরশুমজুড়ে প্রতিদিন ৫০০ অতিরিক্ত বাস চলছে। এসবিএসটিসি ও এনবিএসটিসিও অতিরিক্ত বাস চালাচ্ছে। মেট্রোর ক্ষেত্রে, বর্ষশেষের দিন রাত ১২টা পর্যন্ত মেট্রো চলবে। রাত ১১টা পর্যন্ত মেট্রোর টিকিট বিক্রি করা হবে।

শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানমুখী যাত্রীদের জন্য বাস ও মেট্রোর বিশেষ পরিষেবা থাকছে। পার্ক স্ট্রিট, আলিপুর চিড়িয়াখানা, নিউ টাউনের ইকো পার্কে ভিড় হয় যথেষ্ট। পার্ক স্ট্রিট ও চিড়িয়াখানা সংলগ্ন রুটে নিয়মিত পরিষেবা বজায় রাখার পাশাপাশি ইকো পার্কমুখী রুটে বাসের সংখ্যা অনেকটাই বাড়িয়েছে রাজ্য পরিবহণ নিগম। ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি দুপুর সাড়ে ৩টে থেকে রাত সাড়ে ৮টার মধ্যে বিশেষ বাস পরিষেবা থাকছে এই রুটগুলিতে। ইকো পার্ক সংলগ্ন বন্দের মোড়, পেঁচার মোড় এবং চার নম্বর গেট লাগোয়া নবাবপুর সাবওয়ে ছুঁয়ে নির্দিষ্ট দিনগুলিতে ৯০টিরও বেশি বাস যাতায়াত করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen