রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানের শুরুতে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’, নির্দেশিকা নবান্নর

December 31, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের সমস্ত সরকারি অনুষ্ঠান ও কর্মসূচির প্রথমে ‘রাজ্য সঙ্গীত’ গাইতে হবে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৩০ ডিসেম্বর নির্দেশিকায় এমনটাই জানিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’-কে ‘রাজ্য সঙ্গীত’ ঘোষণা করা হয়েছে। সব সরকারি অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে এক মিনিট ৫৯ সেকেন্ড ধরে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’। অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। উঠে দাঁড়িয়ে উপস্থিত সকলকে দুই গান গাওয়ার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।

প্রতি বছর পয়লা বৈশাখে ‘রাজ্য দিবস’ পালনের কথাও বলা হয়েছে। পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যাকে বলা হবে ‘বাংলা দিবস’। নির্দেশিকায় জানানো হয়েছে, সম্মানের সঙ্গে প্রতি বছর ‘রাজ্য দিবস’ পালন করবেন রাজ্যবাসী। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় রাজ্য সঙ্গীত ও রাজ্য দিবস নিয়ে প্রস্তাব এনেছিল তৃণমূলের পরিষদীয় দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabanna, #West Bengal anthem, #Govt programs, #West Bengal

আরো দেখুন