২০২৪: কী কী বাংলা ফিল্ম মুক্তি পাচ্ছে নয়া বছরে?
সন্দীপ রায় বছরের শেষ দিকে পর্দায় আনতে পারেন ফেলুকে।

নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি: ২০২৪শে মুক্তি পেতে চলেছে নানান স্বাদের ছবি।
বাদামি হায়নার কবলে:

স্বপনকুমারের গল্প অবলম্বনে ছবিটি বানিয়েছেন দেবলায় ভট্টাচার্য। অভিনয় করছেন, আবির, পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌতম হালদার।
বিজয়ার পরে:

পরিচালক অভিজিৎ শ্রীদাস। অভিনয়ে আছেন মীর, স্বস্তিকা এবং মমতা শঙ্কর।
হুব্বা:

ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। মোশারফ করিম এবং ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনয় করেছেন।
অতি উত্তম:

মহানায়ককে নিয়ে এ ছবি বানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। অভিনয়ে রয়েছে গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত।
মির্জা:

সুমিত-সলিলের বানানো এই ছবি মুক্তি পাবে এপ্রিলে। অভিনয় করেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।
বুমেরাং:

জিত ও রুক্মিণী অভিনীত ‘বুমেরাং’ পরিচালনা করেছেন সৌভিক কুন্ডু।
টেক্কা:

পুজোয় মুক্তি পাবে সৃজিতের ছবি টেক্কা। দেব, রুক্মিণী ছাড়াও ছবিতে অভিনয় করবেন স্বস্তিকা।
শাস্ত্রী:

পথিকৃৎ বসুর ছবিতে কামব্যাক করতে চলেছেন মিঠুন-দেবশ্রী।
নয়ন রহস্য:

সন্দীপ রায় বছরের শেষ দিকে পর্দায় আনতে পারেন ফেলুকে। এবারের কাহিনি নয়ন রহস্য।