বিনোদন বিভাগে ফিরে যান

দিব্যেন্দু পালিতের কোন কোন কাহিনি চলচ্চিত্রায়িত হয়েছে?

January 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাহিত্যিক দিব্যেন্দু পালিতের লেখা একাধিক রচনা বইয়ের পাতা থেকে উঠে এসেছে পর্দায়।

এক নজরে

গৃহযুদ্ধ: ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে, পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত সাহিত্যিকের মাছ গল্প অবলম্বনে ছবিটি বানান।

অন্তর্ধান: ১৯৯১ সালের অন্যতম সেরা ছবি ছিল অন্তর্ধান। তপন সিংহ দিব্যেন্দু পালিতের ‘অন্তর্ধান’ উপন্যাসটিকে চলচ্চিত্ররূপ দিয়েছিলেন। অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, শতাব্দী রায় ও সব্যসাচী চক্রবর্তী।

সংঘাত: দিব্যেন্দু পালিতের গল্প অবলম্বনে তৈরি ‘সংঘাত’ ছবিটি বানিয়েছিলেন পিনাকী চৌধুরী। মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে।

ঈশ্বর মাইম কোম্পানি: ২০০৫ সালে সাহিত্যিকের ‘মূকাভিনয়’ গল্পটি নিয়ে শ্যামানন্দ জালান তৈরি করেছিলেন ‘ঈশ্বর মাইম কোম্পানি’ নামের সিনেমা, যার চিত্রনাট্য লিখেছিলেন বিজয় তেন্ডুলকর।

ঈশ্বর মাইম কোম্পানি

নামতে নামতে: নামতে নামতে ২০১৩ সালে মুক্তি পেয়েছিল। ছবিটি দিব্যেন্দু পালিত রচিত ত্রতা গল্পের উপর ভিত্তি করে বানিয়েছিলেন রানা বসু।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengali Movies, #Dibyendu Palit, #Bengali Cinema

আরো দেখুন